30 C
আবহাওয়া
৪:৫৮ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

বিএনএ ডেস্ক, ঢাকা: দেশে সকল পণ্য চাহিদার তুলনায় অনেক বেশি মজুত রয়েছে, পণ্যের সরবরাহও স্বাভাবিক। কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার (১৪ মার্চ) সচিবালয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। এবছর বিশ্ব ভোক্তা অধিকার দিবসের প্রতিপাদ্য ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’।

ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ভোক্তা বাতায়ন শীর্ষক হটলাইন সার্ভিস নম্বর ১৬১২১ চালু করেছে। যে কোনো ভোক্তার অধিকার ক্ষুণ্ন হলে এ নম্বরে ফোন করে অভিযোগ জানানোর পরামর্শ দেন তিনি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জরিমানার ২৫ ভাগ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেয়া হবে।

মন্ত্রী বলেন, ই-কমার্সে প্রতারিত ভোক্তাগণের পেমেন্ট গেটওয়েতে আটকিয়ে থাকা টাকাগুলো বাণিজ্য মন্ত্রণালয় উদ্যোগ নিয়ে ফেরত প্রদানের ব্যবস্থা করেছে, এগুলো পর্যায়ক্রমে ফেরত প্রদান করা হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশব্যাপী এক কোটি কম আয়ের পরিবারকে সাশ্রয়ীমূল্যে টিসিবি’র মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্যোগ গ্রহণ করেছে। এতে দেশের প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হবেন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ