25 C
আবহাওয়া
৫:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » নিত্যপণ্যে ভ্যাট কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিত্যপণ্যে ভ্যাট কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মন্ত্রিসভার বৈঠক

বিএনএ ডেস্ক, ঢাকা: আমদানি পর্যায়ে তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৪ মার্চ) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।

ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ভোক্তা পর্যায়ে নিত্যপণ্যের ভ্যাট তুলে দেয়াসহ বেশকিছু সিদ্ধান্ত হয়েছিল। রোববারের সেই সিদ্ধান্তের বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সিদ্ধান্ত পরিপালনের জন্য খুব শক্তভাবে নির্দেশনা দিয়েছেন তিনি।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ভোক্তা পর্যায়ে ভোজ্য তেলের ভ্যাট মওকুফ করা হয়েছে। আইনমন্ত্রী এসআরওতে সই করেছেন। জানান, এনবিআরকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমদানি পর্যায়ে যে ১৫ শতাংশ ভ্যাট আছে, সেটা কতটুকু কমানো যায় দেখতে হবে এবং যথাসম্ভব কমাতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমদানি পর্যায়ে ভ্যাট কমালে ভোক্তা পর্যায়ে দামের প্রভাব পড়বে। জানান শুধু ভোজ্য তেল নয়, চিনি বা নিত্যপ্রয়োজনীয় সব পণ্যে ভ্যাট কমাতে বলা হয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ