23 C
আবহাওয়া
৪:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » শবে বরাত কবে জানা যাবে সন্ধ্যায়

শবে বরাত কবে জানা যাবে সন্ধ্যায়

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

বিএনএ ডেস্ক, ঢাকা: পবিত্র শবে বরাত কবে তা জানা যাবে আজ সন্ধ্যায়। রোববার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভায় সভাপতিত্ব করবেন।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। শাবান মাস শেষেই ঈদের আনন্দ বার্তা নিয়ে শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান।

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪২ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন ও ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

রোববার শাবান মাসের চাঁদ দেখা গেলে সোমবার (১৫ মার্চ) থেকে শাবান মাস গণনা শুরু হবে, শবে বরাত পালিত হবে ২৮ মার্চ দিবাগত রাতে। চাঁদ দেখা না গেলে সোমবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, শাবান মাস শুরু হবে মঙ্গলবার (১৬ মার্চ)। এক্ষেত্রে ২৯ মার্চ দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ