18 C
আবহাওয়া
৫:২১ অপরাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » নিরাপদ ফসল উৎপাদনে কৃষক-কৃষাণীদের মাঠে নিয়ে প্রশিক্ষণ

নিরাপদ ফসল উৎপাদনে কৃষক-কৃষাণীদের মাঠে নিয়ে প্রশিক্ষণ


বিএনএ ডেস্ক:হবিগঞ্জের বাহুবলে সপ্তাহে একদিন করে ২৫ জন কৃষক-কৃষাণীকে মাঠে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

নিরাপদ ফসল উৎপাদনে কৃষক-কৃষাণীদের মাঠে নিয়ে প্রশিক্ষণের এই উদ্যোগ নিয়েছে বাহুবল উপজেলা কৃষি অফিস।

উপজেলার ডুবাঐ কৃষি ব্লকের মাধ্যমে এ প্রশিক্ষণ শুরু হয় ২০২০ সালের ২০ ডিসেম্বর। সেই থেকে আজ অবধি প্রতি সপ্তাহে একদিন করে এ প্রশিক্ষণ প্রদান অব্যাহত রয়েছে।

আলাপকালে এসব তথ্য জানালেন, ডুবাঐ কৃষি ব্লকের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি অফিসার প্রণব মজুমদার।

প্রণব মজুমদার বলেন, পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তবায়িত ‘ভাটপাড়া পরিবেশবান্ধব কৃষক মাঠ স্কুল’ এর ৫ম সেশনে বর্তমান বালাই ব্যবস্থাপনা (বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা মুক্তকরণ) মাঠে গিয়ে হাতে কলমে শিখানো হচ্ছে। একইভাবে অন্যান্য ফসলের রোগ জীবাণু সম্পর্কেও ধারণা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এ পর্যন্ত কৃষক ও কৃষাণীদের মাঝে মাঠ ছাড়া বহু প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এবার প্রকৃত কৃষক ও কৃষাণীদের বের করে মাঠে নিয়ে এসে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক মো. সাদেক মিয়া, জামাল মিয়া, অলিউর রহমান, ফারুক মিয়া, মোস্তফা মিয়া, নূর বানু, নেউয়া বেগম, রাবিয়া বেগম, আমিনা বেগম বললেন, এর আগে উপজেলা হলরুমে বসে প্রশিক্ষণ নিয়েছি। এবার মাঠে গিয়ে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করতে পেরে অত্যন্ত ভালো লাগছে। এ প্রশিক্ষণে আমাদের বিরাট উপকার হবে।

Loading


শিরোনাম বিএনএ