বিএনএ, নারায়নগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। সিদ্ধিরগঞ্জের চিটাগংরোড থেকে সোনারগাঁ রূপসা টায়ার এলাকা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটারে এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৭টায় মহাসড়কের সাজেদা হাসপাতালের সামনে একটি ট্রাক উলটে গিয়ে এই যানজট সৃষ্টি হয়।
এ প্রতিবেদন লেখার সময় দুপুর ১২টায়ও যানজট ছিল। হাইওয়ে পুলিশ ট্রাকটি সরিয়ে ফেলার কাজ করছে।
প্রত্যক্ষদর্শী এক ট্রাক চালক বলেন, সকাল ৭টার দিকে এখানে একটি ট্রাক উলটে যায়। ড্রাইভার হেলপার দুইজন গুরুতর আহত হয়েছেন। কয়েকজন ধরে হাসপাতালে নিয়ে গেছেন।
শিমরাইল হাইওয়ের ক্যাম্পের টি আই আবু নাঈম বলেন, সকালে একটি ট্রাক উলটে যাওয়ার খবর পেয়ে সাথে সাথে আমার টিম সেখানে যায়। যান চলাচাল স্বাভাবিক করতে আমরা কাজ করছি।
বিএনএনিউজ/এইচ.এম।