19 C
আবহাওয়া
৭:৩৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ঘুড়ি আটকে মেট্রোরেল চলাচল বন্ধ

ঘুড়ি আটকে মেট্রোরেল চলাচল বন্ধ

আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু আজ

বিএনএ, ঢাকা : মিরপুরের কাজীপাড়ায় মেট্রোরেলের তারের উপর ঘুড়ি পড়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে গণপরিবহনটির চলাচল হঠাৎ বন্ধ করে দেওয়া হয়।

মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, মিরপুরের কাজীপাড়া অংশে মেট্রোরেলের ইলেকট্রিক তারে ঘুড়ি আটকে পড়ায় ট্রেনটির চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ট্রেন অপারেশন) রায়হান খলিল জানান, এদিন দুপুর ১টা ১০ মিনিটে তারের উপর ঘুড়িটি পড়ে। প্রতিবন্ধকতা সরিয়ে ট্রেনের চলাচল স্বাভাবিক করতে তারা কাজ করছেন বলেও জানান।

এ প্রতিবেদন লেখার সময় (দুপুর দুইটা) মেট্রোরেলের চলাচল স্বাভাবিক হয়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ