20 C
আবহাওয়া
৮:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » কোস্টগার্ডের তৎপরতায় কমেছে মাদকের চোরাচালান

কোস্টগার্ডের তৎপরতায় কমেছে মাদকের চোরাচালান

কোস্টগার্ড বাহিনীর তৎপরতায় কমেছে মাদকের চোরাচালান

বিএনএ, ঢাকা : বাংলাদেশ কোস্টগার্ডের তৎপরতার কারণে উপকূলীয় অঞ্চলে মাদকের চোরাচালান কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, মাদক ব্যবসা লাভজনক হওয়ায় এটি নিয়ন্ত্রণ কঠিন। আমাদের সীমান্তগুলোতে আরও বেশি নজরদারির জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বাহিনীগুলোকে আধুনিকায়ণ এবং জনবল বৃদ্ধি করা হলেও মাদকের তৎপরতা রয়েছে, তাহলে কি মাদকের চোরাচালান বন্ধে সরকার ব্যর্থ? সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাব স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদক চোরাচালান বন্ধে সরকার বর্থ্য নয়, এটি এমনই লাভজনক ব্যবসা, যোটি নিয়ন্ত্রণ কঠিন। তাই এটি নিয়ন্ত্রনে সীমান্তে রোড তৈরি হচ্ছে। সব কাঠামো হয়ে গেলে সীমান্তে চোরাচালান কমবে।
বিএনএনিউজ/এসকেকে, জেবি

Loading


শিরোনাম বিএনএ