17 C
আবহাওয়া
১১:১১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে সড়ক দুর্ঘটনা ১৪ জনের মৃত্যু

ভারতে সড়ক দুর্ঘটনা ১৪ জনের মৃত্যু

যাত্রীবাহী মিনি ভ্যান-ট্রাকের সংঘর্ষে

বিএনএ, বিশ্ব ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী মিনি ভ্যান-ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে কুরনুল জেলায় এ দুর্ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন আরও চারজন বাস যাত্রী।

স্থানীয় পুলিশের তথ্য সূত্রে জানা গছেে, বাসে থাকা তীর্থযাত্রীরা ছিত্তর জেলা থেকে রাজস্থানের আমিরে যাচ্ছিলেন। তখনই অপর প্রান্ত থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে আটজন মহিলা ও এক শিশু রয়েছেন। নিহত ও আহতরা ছিত্তর জেলার ম্যাদনেপল্লির বাসিন্দা। তারা আজমির দরগা যাচ্ছিলেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে প্রশাসন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ