17 C
আবহাওয়া
৫:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » সমন্বিত উদ্যোগে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন: মেয়র ডা.শাহাদাত

সমন্বিত উদ্যোগে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন: মেয়র ডা.শাহাদাত

সমন্বিত উদ্যোগে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন: মেয়র ডা.শাহাদাত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সব সেবা সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে পাওয়ার চায়না হারবার লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে জলাবদ্ধতা নিরসন বিষয়ে মতবিনিময় সভায় মেয়র এ মন্তব্য করেন। সভায় প্রতিষ্ঠানটির পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজার রেন হাও ও ডেপুটি কান্ট্রি ম্যানেজার হান কুন।

মেয়র বলেন, সিডিএর প্রকল্পে ৫৭টি খালের মধ্যে ৩৬টি চিহ্নিত করা হলেও বাকি ২১টি খাল অবহেলিত রয়েছে। এগুলোও উদ্ধার করতে হবে। জলাবদ্ধতার সমস্যা সমাধানে চসিক, সিডিএ, ওয়াসাসহ সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় প্রয়োজন। তিনি আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, জনসচেতনতা বৃদ্ধিও জরুরি। খালগুলো পুনরায় খনন ও পরিষ্কার করা এবং বর্জ্য ফেলা বন্ধ রাখতে হবে।
মেয়র আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, পাওয়ার চায়না হারবার লিমিটেডের মতো সংস্থাগুলোর প্রযুক্তিগত সহায়তা জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় আরও উপস্থিত ছিলেন- চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী ও চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ