বিএনএ, চট্টগ্রাম: বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, সাবেক সভাপতি এম এ মন্নান, সহ-সম্পাদক পূজন সেন, অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, সদস্য স ম রবিউল হোসাইন, শাহী এমরান কাদেরী, বাবর মুনাফ, আবু নাঈম ও শাহাদাত হোসেন জুনায়েদী।
এতে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা কামনা করেন ডা. জাফরিন জাহেদ জিতি। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদানের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়ন এবং জনগনের চিকিৎসা সেবার মান বৃদ্ধির ভূয়সী প্রশংসা করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী