বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রাবাহী বাসের ধাক্কায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী যাত্রীসহ ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চান্দের ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক শফিকুল ইসলাম ও ছেনুয়ারা বেগম নামের এক যাত্রী। নিহত ও আহতরা চকরিয়া উপজেলার খুটাখালী এলাকা থেকে কক্সবাজার যাচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চান্দেরঘোনা সাতঘরিয়া পাড়া এলাকায় বান্দরবানগামী পূরবী পরিবহন সার্ভিসের একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের খাদে পড়ে যায়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক ও বাসের এক নারী যাত্রী নিহত হয়। এছাড়া আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী। তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।