বিএনএ ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ৩৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জন।
একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৩১ জনে। মৃত্যু হওয়া ৩ জনের তালিকায় ২ পুরুষ এবং ১ নারী রয়েছেন। মৃতরা সবাই ঢাকা, রাজশাহী ও খুলনার বাসিন্দা।
সোমবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছে ২৬৭ জন। তাতে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ৪১৭ জন। আর গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৯১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয় ২২ হাজার ৩৭টি। বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ। এখন পর্যন্ত মোট ১ কোটি ১১ লাখ ৪২ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে শনাক্তের হার ১৪ দশমিক ১৮ শতাংশ। প্রতি একশ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ। আর মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছিল। এর ১০ দিন পর ভাইরাসটিতে প্রথম মৃত্যু হয়।
বিএনএনিউজ/আরকেসি