25 C
আবহাওয়া
৩:৪১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » তাকসিম এ খানের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা

তাকসিম এ খানের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা

তাকসিম এ খান

বিএনএ, ঢাকা: ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। বুধবার(১৩ নভেম্বর ২০২৪) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন।

এদিন, দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম তাকসিম এ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, তাকসিম এ খানসহ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট, এবং অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি তাকসিম এ খান যেকোনো সময় দেশত্যাগ করে আত্মগোপনে যেতে পারেন।

এছাড়াও আবেদনে জানানো হয়, গত ২১ আগস্ট তাকসিম এ খানের বিদেশ গমনে ৬০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে তার বিদেশ গমনের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ একান্ত প্রয়োজন।

তাকসিম এ খান ২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি পদে যোগ দেন। সর্বশেষ চুক্তি অনুযায়ী তার চাকরির মেয়াদ ২০২৬ সালের ১৪ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৪ আগস্ট তিনি ই-মেইলে পদত্যাগপত্র জমা দেন।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ