16 C
আবহাওয়া
১০:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » উত্তর যশপুর দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সাঃ) মাহফিল সম্পন্ন

উত্তর যশপুর দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সাঃ) মাহফিল সম্পন্ন


ফেনী প্রতিনিধি : ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার উদ্যোগে সিরাতুন্নবী (সা:) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার( ১৩অক্টোবর) মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার প্রধান ফকিহ মুফতি মাওলানা আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সুপার মুফতি মির্জা আব্দুল হান্নান।

মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিন মেহেদী হাসান এর সভাপতিত্বে এতে মাদ্রাসার শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শেষে সীরাত উপলক্ষে আয়োজিত ক্বেরাত,ইসলামী সংগীত ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ