বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের করাচিতে একটি বাসে আগুন লেগে ১৮ জন নিহত হয়েছেন। বুধবার রাতের দিকে করাচি শহরের বাইরে এই দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, মহাসড়কে বাসটি স্বাভাবিকভাবেই চলছিল; হঠাৎ তারা বিকট শব্দে বিস্ফোলণের শব্দ শোনেন এবং বাসটিতে আগুন ধরে গেছে দেখতে পান।
সিন্ধুর প্রাদেশিক সরকারের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বিনোদ কুমার জানান, বন্যার পানি নামতে শুরু করায় তারা করাচি থেকে নিজেদের গ্রামের বাড়িতে ফিরছিলেন।
বিনোদ বলেন, ‘১২ জন অপ্রাপ্তবয়স্ক ও শিশুসহ এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৮ জন। বাসটির যাত্রীরা সবাই বন্যার করণে নিজেদের গ্রামের বাড়ি ছেড়ে করাচিতে আত্মীয় স্বজনের বাড়ি এবং শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন। গত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় পানি নামতে শুরু করায় বাড়ি ফিরে যাচ্ছিলেন তারা।’
ওই এলাকার পুলিশ কর্মকর্তা হাশিম ব্রোহি বলেন, ‘বাসটি প্রদেশের উত্তরদিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে বাসটির এসি থেকেই এই বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত। তবে বিস্তারিত তদন্তের পর এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।’
বিএনএনিউজ/এইচ.এম।
Total Viewed and Shared : 143