23 C
আবহাওয়া
৭:০২ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লার ঘটনা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ

কুমিল্লার ঘটনা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ

কুমিল্লার ঘটনা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ

বিএনএ ঢাকা: কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সেইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়।

বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত খবরটি দৃষ্টিগোচর হয়েছে। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। ঘটনাটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করা হয়েছে।

তবে, এ ঘটনায় আইন হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ