25 C
আবহাওয়া
৮:২৮ অপরাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১০

চট্টগ্রামে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১০

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১ জন। এসময়ে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের শরীরে।

বুধবার (১৩ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৫২৬ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ৬৬ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে নগরের সাতজন এবং উপজেলার তিনজন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে দুইজন ও ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে দুজন ও ইপিক হেলথ কেয়ার ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩১৩ জনে। জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৬০ জনে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ব্রেকিংয়ের প্রতিযোগিতায় অনেক গণমাধ্যম অপতথ্য ছড়ায় : আসিফ নজরুল তীব্র আবাসন সঙ্কটে নোবিপ্রবির শিক্ষার্থীরা ফটিকছড়িতে টমটমের ধাক্কায় বাইক আরোহী নিহত টিভি উপস্থাপক হলেন প্রতিরক্ষা মন্ত্রী ভারতীয় প্রেমচাঁদ ফেলোশিপ পেতে যাচ্ছেন রাবি অধ্যাপক সফিকুন্নবী সামাদী আনোয়ারায় ঘুমের মধ্যে স্ট্রোক করে যুবকের মৃত্যু উত্তরাঞ্চলবাসীদের আঞ্চলিকভাবে চিন্তা না করার আহ্বান : সমাজকল্যাণ উপদেষ্টা কাঙ্ক্ষিত জাতি গঠনে শিক্ষক সমাজকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে: মুহাম্মদ শাহজাহান