32 C
আবহাওয়া
১০:১৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ জন দেশে ফিরেছেন

আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ জন দেশে ফিরেছেন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় দেশটির ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশিদের দ্বিতীয় দলে ২৬জন আজ দেশে ফিরেছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ভারতের ইন্ডিগো এয়ারলাইনসের বিমানযোগে আরব আমিরাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। এ নিয়ে ৪২ জন দেশে ফিরে এলেন।

তাদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের ডেপুটি ডিরেক্টর মো. শরিফুল ইসলাম।

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছিলেন ৫৭ বাংলাদেশি। পরে তাদের ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ