ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন,দায়িত্ব পালনকালে কোনো অপেশাদার আচরণের বিন্দুমাত্র সুযোগ নেই । ডিএমপির সব পর্যায়ের সদস্যদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
শুক্রবার ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মাদ নূরে আলম।
মাইনুল হাসান আরও বলেন, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ ডিএমপির অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট। কূটনীতিকদের নিরাপত্তা ও সেবা প্রদানে আপনাদের সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে। এমন কোনো অপেশাদারমূলক আচরণ করা যাবে না যাতে করে দেশে এবং বিদেশে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।
বিএনএ/ ওজি/এইচমুন্নী