30 C
আবহাওয়া
২:২৮ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ২৮ কোটি টাকার চেক চুরি করলো আইনজীবী!

২৮ কোটি টাকার চেক চুরি করলো আইনজীবী!

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে বিচারাধীন মামলার নথি থেকে প্রায় ২৮ কোটি টাকার চেক চুরির অভিযোগে এক আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনজীবী সমিতিকে চিঠি দিয়েছে আদালত। সোমবার (১৩ সেপ্টম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এই চিঠি দেন। অভিযুক্ত আইনজীবীর নাম জোবায়ের আহমদ আওরঙ্গজেব।

পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ মো. জহির উদ্দিন সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজের কাছে লিখিত অভিযোগ দেন।

সেখানে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেলে পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন চেক প্রত্যাখ্যানের একটি মামলার নথি দেখতে আসেন অ্যাডভোকেট জোবায়ের আহমদ আওরঙ্গজেব। নথি দেখে ফেরত দেওয়ার পর অফিস সহায়কেরা দেখতে পান সেখানে চেক নেই। বিষয়টি আইনজীবী সমিতি ও মহানগর দায়রা জজকে জানানো হয়। পরে বেঞ্চ সহকারীকে নথি থেকে চুরি করা চেক ফেরত দেন ওই আইনজীবী।

চিঠি পাওয়ার কথা স্বীকার করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দীন জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ