28 C
আবহাওয়া
৭:৫৮ পূর্বাহ্ণ - আগস্ট ১৪, ২০২৫
Bnanews24.com
Home » চাঁদা না দেওয়ায় চট্টগ্রামে চিকিৎসকের ওপর হামলা

চাঁদা না দেওয়ায় চট্টগ্রামে চিকিৎসকের ওপর হামলা


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বাকলিয়ায় বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় মোহাম্মদ ইকবাল নামে এক চিকিৎসকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাহাত্তরপুর নুর বেগম মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

ডা: মোহাম্মদ ইকবাল হামলা থেকে বাঁচতে একটি বাড়ির চারতলায় উঠে ফেসবুক লাইভে এসে তাকে বাঁচানোর আকুতি জানান। চাঁদা না দেয়ায় হারুন নামে এক বিএনপি নেতা সহ কয়েকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছেন ওই চিকিৎসক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয়ে কিছু বিএনপিকর্মী ইবনে সিনার চিকিৎসক ইকবালের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার মুখ, মাথা ও হাতে আঘাত করে। আঘাতের কারণে তার চশমা ভেঙে যায় এবং মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ে।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ওই চিকিৎসক যেখানে বাড়ি নির্মাণ করছেন সেখানে প্রতিবেশীর সঙ্গে জায়গা নিয়ে বিরোধ ছিল। প্রতিবেশীর সাথে বাড়াবাড়ি থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। এটি রাজনৈতিক নয়। হারুন নামে যে লোকটিকে বিএনপি নেতা বলা হয়েছে তিনি একজন মহল্লা সরদার। ফেসবুক লাইভে এসে বাঁচানোর আকুতি জানানোর খবর পাওয়ার পর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ভিকটিম এসে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিএনএ/শাম্মী/এইচ.এম।

 

 

 

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ