21 C
আবহাওয়া
১১:৪৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » তালেবানদের দখলে আরেক প্রাদেশিক রাজধানী হেরাত

তালেবানদের দখলে আরেক প্রাদেশিক রাজধানী হেরাত

তালেবানদের দখলে আরেক প্রাদেশিক রাজধানী হেরাত

বিএনএ বিশ্ব ডেস্ক: পশ্চিম আফগানিস্তানের প্রধান ও দেশটির তৃতীয় বৃহত্তম শহর হেরাতের দখল নিয়েছে উগ্রপন্থি জঙ্গি সংগঠন তালেবান। বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যায় শহরটি দখলে নেয় তারা।

এর কিছু আগেই কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ গজনিরও দখল নেয় জঙ্গি সংগঠনটি।মাত্র এক সপ্তাহের ব্যবধানে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে দশটি প্রাদেশিক রাজধানীর দখল নিল জঙ্গি সংগঠনটি।

আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানায়, তালেবানরা গভর্নরের অফিস এবং হেরাত পুলিশ সদর দফতরের নিয়ন্ত্রণ নিয়েছে।গজনি শহর থেকে পালিয়ে যাওয়ার পর  প্রদেশটির গভর্নর ওয়ার্দাকে গ্রেফেতার করা হয়েছে।বৃহস্পতিবার সকালে ‘তীব্র লড়াইয়ের’ পর গজনি  জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যায় ।

গজনির প্রাদেশিক পরিষদের একজন সদস্য বলেন, তালেবান গোষ্ঠী শহরের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। আফগান সরকারি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে শুধু গজনি শহরের উপকণ্ঠের একটি পুলিশ চৌকি।

তালেবানের একজন মুখপাত্র টুইট করে জানান, শহরটির গভর্নরের অফিস, পুলিশ সদর দফতর এবং কারাগার তাদের দখল করা হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজধানী কাবুল ও কান্দাহার প্রদেশের মধ্যে সংযোগ রক্ষাকারী মহাসড়কের মধ্যেই গজনির অবস্থান। দেশটির দক্ষিণে তালেবানদের শক্তিশালী ঘাঁটি রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, গজনির দখল নেয়ায় উগ্রপন্থি গোষ্ঠীটির কাবুল অভিমুখে অভিযান শক্তিশালী করতে সক্ষম হবে। গজনি থেকে কাবুলের দূরত্ব মাত্র দেড়শ কিলোমিটার।

এদিকে, পরিবর্তিত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ৯০ দিনের মধ্যে তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নিতে পারে।

অন্যদিকে, জাতিসংঘ জানিয়েছে, আফগানিস্তানে গত এক মাসের সংঘাতে এক হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি জানিয়েছে, ১ আগস্ট থেকে অন্তত চার হাজার ৪২ জন সাধারণ মানুষ আহত হয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ