16 C
আবহাওয়া
৬:০৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » নাফ নদীতে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

নাফ নদীতে ভেসে এলো অজ্ঞাত মরদেহ


বিএনএ, কক্সবাজার: টেকনাফের নাফনদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুলাই) দুপুর দেড়টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন জেটিঘাট এলাকায় নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

টেকনাফ স্টেশনের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস বলেন, দুপুরে টেকনাফ দমদমিয়া জেটিঘাট এলাকায় নাফ নদীতে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেয়। পরে নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তার পরনে হাফ প্যান্ট ছিল। মুখমণ্ডল বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। তার আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের চেহারার অবয়ব দেখে ধারণা করা হচ্ছে তিনি মিয়ানমারের নাগরিক হতে পারে।

নৌ-পুলিশের এ পরিদর্শক জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ