21 C
আবহাওয়া
৯:২৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কর্ণফুলী পেপার মিলে আগুন

কর্ণফুলী পেপার মিলে আগুন


বিএনএ, চট্টগ্রাম: কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) এর উৎপাদনের ২নং মেশিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে মিল চালু অবস্থায় এই আগুন লাগার ঘটনা ঘটে।

কেপিএম কারখানা সূত্র জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় উৎপাদন মেশিনের বেল্ড পুড়ে গেছে এবং এর পাশাপাশি কিছু কাঁচামাল, তৈরি কাগজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। কেপিএম মিলসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ ও কাপ্তাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে আমরা রাত ১টা ১৫ মিনিটের দিকে পৌঁছাই এবং ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা দুইটি মেশিনের ঘর্ষণে এই আগুনের সূত্রপাত হয়েছে।

বিএনএনিউজ/ রেহানা, এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ