21 C
আবহাওয়া
৯:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » হাসপাতালে ভর্তি ইসরাইলের প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি ইসরাইলের প্রধানমন্ত্রী


বিএনএ, বিশ্বডেস্ক:  ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৩ জুলাই) অতিরিক্ত গরমে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। ইসরায়েল প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসভবনের কাছের এক চিকিৎসাকেন্দ্রে সারারাত অবস্থান করেন তিনি। অবশ্য হাসপাতালে পৌঁছানোর পর ভিডিওবার্তা দেন নেতানিয়াহু।

এ সময় জানান, গ্যালিল সাগরে অবকাশ যাপনে গিয়েছিলেন তিনি। সেখানে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়েন এ নেতা। তবে এখন ভালো বোধ করছেন। তিনি সবাইকে কড়া রোদে বেশি সময় না থাকার ও বেশি পানি পানের পরামর্শ দেন।

বিএনএ/এমএফ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ