32 C
আবহাওয়া
১০:২৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » কোপার ফাইনালের টিকিট সর্বনিম্ন আড়াই লাখ টাকা

কোপার ফাইনালের টিকিট সর্বনিম্ন আড়াই লাখ টাকা

messi

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকা ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। ফ্লোরিডার মিয়ামিতে হার্ড রক স্টেডিয়ামে এ শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিটের দাম সর্বোচ্চ ৬৬ হাজার ৭৬৫ ডলারে ঠেকেছে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮ লাখ টাকা)। আবার গড়ে সর্বনিম্ন দাম ২ হাজার ১৩৭ ডলার (প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা)!

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হাতে আরো একটি শিরোপা দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব। কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে লড়বে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্বাভাবিকভাবেই এ ম্যাচ নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। মেগা ফাইনালের টিকিটের মূল্য তাই আকাশচুম্বী৷

মূলত ৩৭ বছর বয়সী সুপারস্টার লিওনেল মেসির কারণেই ম্যাচের আকর্ষণ বেড়ে গেছে। অনেকেরই ধারণা, এবার শিরোপা জিতলে আর্জেন্টিনাকে বিদায় বলে দিতে পারেন তিনি। সমর্থকরা তাই মেসির হাতে শিরোপা দেখতে উন্মুখ হয়ে আছেন। যা টিকিটের মূল্য এতটা বাড়িয়েছে।

শুক্রবার (১২ জুলাই) যুক্তরাষ্ট্রের ব্যবসাভিত্তিক সাময়িকী ফোর্বসের প্রতিবেদন অনুসারে, বিভিন্ন টিকিট সার্ভিসিং প্রতিষ্ঠানগুলোতে গড়ে সর্বনিম্ন ২ হাজার ১৩৭ ডলারে বিক্রি হচ্ছে কোপা আমেরিকার ফাইনালের টিকিট। টুর্ণামেন্টের আগের ম্যাচগুলোতে গড়ে ২০০ ডলারে পাওয়া গেছে যে টিকিট। তার মানে ফাইনালের টিকিটের মূল্য বেড়ে গেছে প্রায় ১০ গুণ।

দ্যা অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, টুর্ণামেন্টের আগের ম্যাচগুলোতে গড়ে ২০০ ডলারে পাওয়া গেছে টিকিট। ফাইনালের টিকিটের মূল্য বেড়ে গেছে প্রায় ১০ গুণ। ফলে টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ২৪ ডলার। টিকিট আইকিউ, সিটগিক, টিকপিকের মতো ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে এ খবর জানাচ্ছে ফোর্বস। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় ৪৮তম ফাইনাল অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচ। এর আগের রাত ১টায় ইউরোর ফাইনালে লড়বে স্পেন ও ইংল্যান্ড।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ