19 C
আবহাওয়া
৭:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » যাত্রাবাড়ীতে ক্রেন ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

যাত্রাবাড়ীতে ক্রেন ছিঁড়ে শ্রমিকের মৃত্যু


বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর এলাকায় লোহার কারখানায় ক্রেন ছিঁড়ে মাথায় পড়ে আব্দুল খালেক (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে কোনাপাড়া গোল্ডেন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী ইয়াছিন আরাফাত জানান, কোনাপাড়া গোল্ডেন ব্রিজ এলাকায় একটি লোহার কারাখানায় তারা কাজ করেন। সেখানে নাট-বোল্টসহ বিভিন্ন সরঞ্জামাদি তৈরি হয়। আজ দুপুরে খালেক ফ্লাটবারসহ বিভিন্ন সরঞ্জামাদি ক্রেনের মাধ্যমে গাড়িতে ওঠাচ্ছিলেন। এ সময় ক্রেন ছিড়ে মালামাল খালেকের ওপরে পড়লে তিনি গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। খালেক কোনাপাড়া এলাকায় থাকলেও তার বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ