25 C
আবহাওয়া
৬:২০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই নারী নিহত

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই নারী নিহত

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই নারী নিহত

বিএনএ, সীতাকুণ্ড : চট্টগ্রামের সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীসহ দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক মোটরসাইকেল চালক। তার অবস্থাও আশঙ্কাজনক।

বুধবার (১৩ জুলাই) সকাল ছয়টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট জলিল স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী ওই নারীর নাম আনিকা। তিনি গুরুতর আহত মোটরসাইকেল চালক আব্দুল মোমেন রোহিতের (৩৬) স্ত্রী বলে জানা গেছে। নিহত অপরজন মানসিক ভারসাম্যহীন এক নারী।

বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই (উপ-পরিদর্শক) আমির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, সকালে ১০ জনের একটি মোটরসাইকেল দল ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ওই সময় সীতাকুণ্ডের ফৌজদারহাট জলিল স্টেশনের সামনে মানসিক ভারসাম্যহীন এক নারী রাস্তা পার হচ্ছিলেন। ওই নারীকে বাঁচাতে গিয়ে বাইকে থাকা স্বামী-স্ত্রী সড়ক দুর্ঘটনার শিকার হন।

তিনি জানান, দুর্ঘটনাস্থলেই মারা যান মানসিক ভারসাম্যহীন নারী। পরে বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পর আহত মোটরসাইকেল চালক আব্দুল মোমেন রোহিতের স্ত্রী আনিকার মৃত্যু ঘ্যটে। গুরুতর আহত মোটরসাইকেল চালক রোহিতের অবস্থাও আশঙ্কাজনক।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ