বিএনএ, জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নৌকার বিরোধীতাকারীকে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক করার অভিযোগে উঠেছে। বিতর্কিত ব্যাক্তিকে সাধারণ সম্পাদকের পদ বাতিলের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।
সোমবার (১৩ জুন) বিকেল ৩ টার দিকে উপজেলা নিলক্ষিয়া ইউনিয়নের চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। পরে বকশীগঞ্জ-জামালপুর সড়কে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
জানা যায়, রোববার বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম।
উদ্বোধন করেন নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সদস্য রেজাউল করিম চৌধুরী মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার, কৃষি বিষয়ক সম্পাদক এ.কে.এম হান্নান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগম।
ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদে ১১ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী হন। সাধারণ সম্পাদক ৪ জনের মধ্যে মাঞ্জালিয়া গ্রামের শরিফ মিয়াও প্রার্থী হন। শরিফ সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায় তাৎক্ষনিক উপস্থিত ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রতিবাদ করেন। নেতাকর্মীদের অভিযোগ শরিফ মিয়া বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেন এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট ছিলেন। এরপরেও রাতে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শরিফ মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা।
শরিফ উদ্দিনের পদ বাতিলের দাবিতে বিক্ষোভ শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফুল সুন্দরী, মাজেদা বেগম, রেজিয়া বেগম, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী আফজাল মিয়া, কালু মিয়া ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ-সভাপতি সেলিম মিয়া প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শরিফ মিয়া বিগত সময়ে আওয়ামী লীগের বিরোধীতা করেছেন। ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে নির্বাচন করেছেন। বিদ্রোহী প্রার্থীর এজেন্ট ছিলেন এবং নৌকার এজেন্টকে মারধোর করেছেন শরিফ। সংগঠন বিরোধী এমন বিতর্কিত ব্যাক্তিকে পদ দেওয়ায় ত্যাগী নেতাকর্মীরা হতাশ। তাই অবিলম্বে শরিফ মিয়ার পদ বাতিল করে আওয়ামী পরিবারের ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি জানান তারা।
এ ব্যাপারে ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শরিফ মিয়া বলেন, আমি জন্ম লগ্ন থেকেই আওয়ামীলীগ করি। আমার পরিবারের সবাই নৌকা পাগল। যে কারনে দল আমাকে মূল্যায়ন করেছে। পূর্ব বিরোধের জেরে একটি মহল আমার বিরোধীতা করছে।
বিএনএ/শাহীন, এমএফ