বিএনএ, ঢাকা : অপূর্ব রানা পরিচালিত যন্ত্রণা সিনেমার শুটিং শুরু হয় চলতি বছরের ২৫ ফেব্রয়ারিতে। চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে নিয়ে শুরু করেন। সিনেমার নায়িকা চূড়ান্ত করা হয়নি।গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য ধারণের পর করোনার কারণে স্থগিত রাখা হয় শুটিং। সে সময় পরিচালক অপূর্ব রানা ও নায়ক বাপ্পি জানান, করোনা অবস্থা স্বাভাবিক হলে নায়িকা চূড়ান্ত করে ছবিটির শুটিং আবার শুরু করবো।পরিচালক কবিরুল ইসলাম রানা নিশ্চিত করলেন ‘যন্ত্রণা’র নায়িকা চূড়ান্ত হয়েছে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা থেকে উঠে আসা সুন্দরী জাহারা মিতুকে। অপূর্ব রানা আরো বলেন, বেশ আগেই যন্ত্রণার নায়িকা হিসেবে জাহারা মিতুকে চুড়ান্ত করা হয়েছে। তাদের ফটোশুটও করা হয়েছে। সব ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে শুটিংয়ে যাবো।
চিত্রনায়ক বাপ্পি বলেন, সিনেমাটির গল্প দারুণ। এর আগেও অপূর্ব-রানা ভাইদের একটি সিনেমায় কাজ করেছি। আশা করছি সিনেমাতে দর্শকরা নতুন কিছু পাবেন। এই নতুনত্বের মধ্যে প্রথম চমক হচ্ছে নতুন জুটি। ছবিটির নায়িকা হিসেবে জাাহরা মিতু চুক্তিবদ্ধ হয়েছে।
জাহারা মিতু এর আগে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘আগুন’ ও পশ্চিমবঙ্গের সুপারস্টার দেবের সঙ্গে ‘কমান্ডো’ ‘ ছবিতে অভিনয় করেছেন। এবার অভিনয় করতে যাচ্ছেন বাপ্পির বিপরীতে। চিত্রনায়িকা মিতু বলেন, ‘যন্ত্রণা ছবিতে অনেকদিন আগেই চুক্তিবদ্ধ হয়েছি। আমার বিপরীতে নায়ক হিসাবে আছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।
রিচালক কবিরুল ইসলাম রানা বলেন এই ছবিতে দর্শক নতুন রুপে নায়ক বাপ্পিকে দেখতে পাবেন। তিনি সকলের কাছে দোয়া চেয়ছেন এই নতুন জুটির জন্য।
বিএনএনিউজ২৪/রিপন/আমিন