25 C
আবহাওয়া
৭:২৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » টিয়ারশেলের ধোঁয়ায় কিছুই দেখতে পায়নি জেসমিন : আইল্যান্ডে পড়ে মৃত্যু

টিয়ারশেলের ধোঁয়ায় কিছুই দেখতে পায়নি জেসমিন : আইল্যান্ডে পড়ে মৃত্যু

টিয়ারশেলের ধোঁয়ায় কিছুই দেখতে পায়নি জেসমিন : আইল্যান্ডে পড়ে মৃত্যু

বিএনএ, সাভার : টিয়ারশেলের ধোঁয়ায় কিছুই দেখতে পায়নি জেসমিন। পুলিশের ধাওয়া খেয়ে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে জীবন রক্ষার্থে আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয় জেসমিন। পরিসমাপ্তি ঘটে আত্মনির্ভরশীল এক গার্মেন্ট শ্রমিকের। সাভারের আশুলিয়ার ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে করা বিক্ষোভে শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পালাতে গিয়ে সড়কে আইল্যান্ডে (বিভাজক) বাড়ি খেয়ে জেসমিন বেগম (৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। নিহত জেসমিন গোলটেক্স গার্মেন্টসের চাকরি করতেন।

রোববার (১৩ জুন) সকালে পুলিশের ধাওয়ায় পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জেসমিন বেগম খুলনার ডুমুরিয়া থানার খাজুরিয়া গ্রামের আকাম সরদারের মেয়ে। তিনি স্বামীসহ এক ছেলে ও এক মেয়েকে নিয়ে আশুলিয়ার মধুপুর দুলাল সরদারের বাড়িতে ভাড়া বাসায় থাকেন।

নিহতের স্বামী মো. মাহবুব বলেন, আমি একটি সিকিউরিটি গার্ডের চাকরি করি। আমার স্ত্রী আশুলিয়া ইপিজেড গোলটেক্স গার্মেন্টসে চাকরি করে। সকালে গার্মেন্টসে যাওয়ার সময় বেতন ভাতার দাবিতে পুলিশ-শ্রমিক ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পালাতে গিয়ে টিয়ারশেলের ধোঁয়ায় কিছু দেখতে পায়নি সে। পরে আইল্যান্ডের উপর পড়ে মাথায় আঘাত পায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আগেই মারা গেছে।

শ্রমিকরা জানায়, বকেয়া বেতনের দাবিতে ইপিজেডের গেইটের সামনে জড়ো হয়ে ঢাকা-চন্দ্রা মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকরা। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকেরা তিন-চারটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে বিকেএসপির আম্পায়ারবাহী গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। পরে শিল্পপুলিশ জল কামান ও ৫০ থেকে ৬০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছোটাছুটি করে পালানোর চেষ্টা করে।

এসময় গোলটেক্স গার্মেন্টসের জেসমিন বেগম নামের এক শ্রমিক আইল্যান্ডের উপর পড়ে আহত হয়। জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে একজন পোশাক শ্রমিক পড়ে আহত হয়। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪/ ইমরান/আমিন

Loading


শিরোনাম বিএনএ