16 C
আবহাওয়া
১০:০৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » দেওয়ানহাট মোড়ে ভিক্ষুকদের উৎপাত!

দেওয়ানহাট মোড়ে ভিক্ষুকদের উৎপাত!

দেওয়ানহাট মোড়ে ভিক্ষুকদের উৎপাত!

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মোড়ে ভিক্ষুকদের উৎপাত বেড়েছে। চলছে ভিক্ষাবৃত্তির নামে রমরমা ব্যবসা। এ ব্যবসায় কোন পুঁজির প্রয়োজন হয় না বলে লাভও অনেক। অনেকের পুরো পরিবারও এই ব্যবসার সাথে সম্পৃক্ত থাকে। দেওয়ান হাট মোড়ে যাত্রীবাহী বাস, টেম্পু, সিএনজিচালিত অটো রিক্সা স্টপেজ দিতে না দিতেই ভিক্ষুক এসে হাজির। বুড়ো, জোয়ান, যুবক-যুবতি, শিশুসহ প্রতিবন্ধী সকলেই বাটি নিয়ে হাত পাতে যাত্রীদের নিকট।

এই ভিক্ষুকদের আছে সমিতিও। এই সমিতির অধীনে সাপ্তাহিক চাঁদার বিনিময়ে এই স্থানে ভিক্ষা করতে পারে তারা। অভিযোগ রয়েছে, স্থানীয় মাস্তান, বড় ভাই ও ট্রাফিক পুলিশ- এদের ম্যানেজ করতে হয় সাপ্তাহিক চাঁদার মাধ্যমে।

অবাক করার বিষয় হল- দেওয়ানহাট ফ্লাইওভারের অপর পাশেই ডবলমুরিং মডেল থানা। অথচ এ বিষয়ে তাদের কোন ভ্রুক্ষেপ নেই। এর আগেও থানার সামনে হকার বসা নিয়ে প্রতিবেদন করা হলে তা সাতদিনের জন্য হকার বসা বন্ধ ছিল। হকাররা পরবর্তীতে আবারও আপেল, কমলা, তরমুজ, তরকারির পসরা নিয়ে বসেছে ডবলমুরিং মডেল থানার সৌন্দর্য্যবর্ধন এলাকায়। হকারদের পাশাপাশি ভাসমান ভিক্ষুকের সংখ্যাও বেড়েছে। জনসাধারণ এসব দেখে দেখে অতিষ্ঠ। বলার কেউ নেই। শোনারতো কেউই নেই। মেয়র, কাউন্সিলর, সকলে নগর উন্নয়নে ব্যস্ত তাই তো নগরীর এই হাল। এমন মন্তব্য জনসাধারণের মুুখে মুখে।

২০১০ সাল হতে ভিক্ষুক পুনর্বাসন শুরু হলেও তা তেমন ব্যাপকতা পায়নি। সমাজকল্যাণ অধিদফতরের হিসাবে সারা দেশে ভিক্ষুকের সংখ্যা সাড়ে সাত লাখ। রোজা, ঈদ ও কোরবানির সময় এ সংখ্যার সঙ্গে আরো ৫০ হাজার মৌসুমি ভিক্ষুক যুক্ত হয়। বেসরকারি সংস্থাগুলোর হিসাবে দেশে ভিক্ষুকের সংখ্যা অন্তত ১২ লাখ। ভিক্ষুকের সংখ্যা সম্পর্কে সমাজকল্যাণ অধিদফতর যে পরিসংখ্যান দিয়েছে, অনেকের মতে, তার চেয়ে অনেক বেশি ভিক্ষুক এখানে রয়েছে এবং মৌসুমি ভিক্ষুকের সংখ্যাও ৫০ হাজারের অনেক বেশি। চট্টগ্রামকে বাসযোগ্য, সুশৃঙ্খল, সুন্দর, মনোরম, উপদ্রবহীন ও নিরাপদ শহরে পরিণত করতে হলে বিভিন্ন কর্তৃপক্ষের নিরবচ্ছিন্ন চেষ্টা ও প্রয়াস যেমন জরুরি, তেমনি নাগরিক সাধারণের সচেতনতা ও উদ্যোগও আবশ্যক।

বিএনএনিউজ/ রেহানা ইয়াছমিন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ