14 C
আবহাওয়া
৯:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চালক নিহত

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চালক নিহত


বিএনএ,ঢাকা: ঢাকা থেকে মাগুরায় ট্রাকে করে মুরগির ফিড নিয়ে যাওয়ার গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের চালক আশিক (২০) নিহত হয়েছেন। সোমবার(১৩মে)ঢাকা-মাগুরা মহাসড়কের মধুখালীর কামারখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ড্রাইভার আশিক আলমগীর হোসেনের ছেলে। তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার শ্যামপুর গ্রামে।

মধুখালী ফায়ার ইস্টেশনের অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম জানান,খুব সকালে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে করিমপুর হাইওয়ে পুলিশকে খবর দেই। পরে দূর্ঘটনা কবলিত ট্রাকের দরজা কেটে ট্রাকের ভিতরে থাকা ড্রাইভারকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে থানার এসআই ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ