25 C
আবহাওয়া
৩:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » কুবির আবাসিক হল খুলছে কাল, ক্লাস শুরু ১৬ মে

কুবির আবাসিক হল খুলছে কাল, ক্লাস শুরু ১৬ মে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে

বিএনএ,কুবি: ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো । এছাড়া আগামী ১৬ মে (সোমবার) থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু হবে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর ও হল প্রশাসন সূত্রে বিষয়টি জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি-রেজিস্ট্রার মো. দলিলুর রহমান জানান, গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শেষ হচ্ছে আগামী ১৪ মে। তবে ১৫ মে (রোববার) বৌদ্ধ পূর্ণিমার বন্ধ থাকায় ১৬ মে (সোমবার) থেকে শুরু হবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

এ দিকে হল খোলার বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, ঈদের ছুটি শেষে আগামী শনিবার হল খোলে দেওয়া হবে।

উল্লেখ্য, গ্রীষ্মকালীন অবকাশ, শবে কদর ও ঈদ-উল ফিতর উপলক্ষে ২৬ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। তবে ১৩ মে ও ১৪ মে সাপ্তাহিক এবং ১৫ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি শেষে শুরু হবে ক্লাস-পরীক্ষা।
এদিকে গত ২৮ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তবে সাপ্তাহিক ও বৌদ্ধ পূর্ণিমার ছুটি শেষে ১৬ মে শুরু হবে কার্যক্রম। এছাড়া গত ২৮ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়।

বিএনএ/ হাবিবুর রহমান,ওজি

Loading


শিরোনাম বিএনএ