31 C
আবহাওয়া
১০:০৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৪
Bnanews24.com
Home » রাউলকে ছুঁয়ে রেকর্ড গড়লেন বেনজিমা

রাউলকে ছুঁয়ে রেকর্ড গড়লেন বেনজিমা

করিম

বিএনএ, স্পোর্টস ডেস্ক: অফিসিয়াল ভাবে করিম বেনজিমা এখন রিয়াল মাদ্রিদ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। বৃহস্পতিবার রাতে লেভান্তের বিপক্ষে ৬-০ ব্যবধানে জয়ের ম্যাচে একটি গোল করেছেন বেনজিমা। এই গোলের মধ্যে দিয়ে বেনজিমা ছুঁয়েছেন রিয়ালের সাবেক তারকা রাউল গঞ্জালেসের করা ৩২৩ গোল।

৭৪১ ম্যাচে ৩২৩ গোল নিয়ে রিয়ালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন রাউল। কিন্তু ৬০৩ ম্যাচ খেলে ৩২৩ গোল করে সেই জায়গা দখল করে নিলেন বেনজিমা। তার সামনে এখন আছেন শুধুই ক্রিস্তিয়ানো রোনালদো। তার গোল সংখ্যা ৪৫০। বেনজিমা এই ৩২৩ গোলের মধ্যে লা লিগায় করেছেন ২১৯টি, চ্যাম্পিয়নস লিগে ৭৪টি এবং বাকি টুর্নামেন্ট গুলোতে করেছেন ৩০টি গোল।

চলতি মৌসুমে আছেন উড়ন্ত ফর্মে। সব প্রতিযোগিতা মিলে ৪৪ ম্যাচে করেছেন ৪৪ গোল। রিয়ালকে ৩৫তম লা লিগা জেতাতে রেখেছেন বড় অবদান। পাশাপাশি লস ব্লাংকোদের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতেও রেখেছেন বিরাট ভূমিকা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ