20 C
আবহাওয়া
৯:৪৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১২৯০

করোনায় আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১২৯০

করোনায় ৩ জনের মৃত্যু,

বিএনএ, ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৭৬ জন।একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ২৯০ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৭৮ হাজার ৬৮৭ জন।

বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৩ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও এক হাজার ২৯০ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নয় দশমিক ৫৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৪ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, চার জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১৯ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩৭০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ১৯ হাজার ৬১৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৬ লাখ ৯০ হাজার ৬৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৫ শতাংশ।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ