বিএনএ, বিশ্বডেস্ক : গাজায় বিমান হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার ১৫ সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে গাজা শহরের হামাসের ব্রিগেড কমান্ডার বাসেম ইসাও রয়েছেন।হামলা শুরু হওয়ার পর সোমবার থেকে বুধবার (১২ মে) পর্যন্ত উপত্যকাটিতে ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এ দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এটি কেবল শুরু। আমরা তাদের এমনভাবে আঘাত করব, যা তারা স্বপ্নেও ভাবেনি।
কমান্ডার, অন্যান্য নেতা ও যোদ্ধা হারানোর কথা স্বীকার করেছে হামাস। এক বিবৃতিতে প্রতিরোধ আন্দোলনটি জানিয়েছে, হাজার হাজার নেতা ও সেনা তাদের পথ অনুসরণ করবে।
সহিংসতা প্রশমনে মিসর, কাতার ও জাতিসংঘের অস্ত্রবিরতি চেষ্টা কাজে আসছে না। ২০১৪ সালের যুদ্ধের পর দুই পক্ষের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ লড়াই।
বিএনএ/ ওজি