বিএনএ, বিশ্ব ডেস্ক: বিপন্ন মানবতা ও যুদ্ধাক্রান্ত আফগানিস্তানকে বিশ্ববাসীর নিকট তুলে ধরতে দেশটির প্রথম মডেলিং এজেন্সি ‘হাকিকি ফ্যাশন’ কাবুলে রক্তাক্ত কাফনের পোশাকের এক ব্যতিক্রমধর্মী ফ্যাশন শো এর আয়োজন করে গত রোববার। ২নারী ও ১০জন পুরুষ প্রদর্শনীতে অংশ নেন।
ইভেন্ট এর আয়োজক আজমল হাকিকি আরব নিউজকে জানান, প্রতি নিয়ত আফগানিস্তানে সাধারণ মানুষ নানাভাবে প্রাণহারাচ্ছে। আফগান নেতা ও বিশ্ব নেতাদের প্রতি দেশটিতে হানাহানি বন্ধে পদক্ষেপ নিতে দৃষ্টি আকর্ষন করতে চান হাকিকি।
বিএনএনিউজ২৪/এসজিএন