14 C
আবহাওয়া
৬:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » মধ্যপ্রাচ্য ও ইউরোপে পবিত্র রমজান মাস শুরু

মধ্যপ্রাচ্য ও ইউরোপে পবিত্র রমজান মাস শুরু

মধ্যপ্রাচ্য ও ইউরোপে পবিত্র রমজান মাস শুরু

বিএনএ, বিশ্ব ডেস্ক: সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং ইউরোপের বিভিন্নদেশে পবিত্র রমজান মাস পালন মঙ্গলবার(১৩এপ্রিল) হতে শুরু হয়েছে। সোমবার রাতে সে সব দেশে রোজা উপলক্ষে তারাবির নামাজ আদায় করেন রোজাদারগণ।

বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশে মঙ্গলবার (১৩ এপ্রিল) পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। মাসব্যাপী রোজা রাখবেন বিশ্বের কোটি কোটি মুসলমান।ইতোমধ্যে, রমজানের প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা।পবিত্র মাসটিতে সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন রোজাদাররা।

করোনাভাইরাস সংক্রমণ সময়ে এইটি দ্বিতীয় রোজা। গতবছর ভ্যাকসিন না থাকায় সারা বিশ্বে মুসলমানদের অনেক সতর্কতা অবলম্বন করে তারাবি নামাজ আদায় ও রোজা পালন করতে হয়েছে। সৌদি সরকার যারা ভ্যাকসিন নিয়েছেন তাদেরকে দুরত্ব বজায় রেখে রমজানে পবিত্র ওমরা পালনের অনুমতি দিয়েছেন।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ