31 C
আবহাওয়া
৭:০১ অপরাহ্ণ - মার্চ ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ১২ বছর পর আবারও রাজপথে সেই লাকী!

১২ বছর পর আবারও রাজপথে সেই লাকী!


বিএনএ, ডেস্ক : সময়টা ২০১৩ সালের ফেব্রুয়ারি। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর দোসর হয়ে নির্যাতন, হত্যা ও গুমের অপরাধে যাবজ্জীবন সাজা হয় জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার। এই রায়ে অসন্তুষ্ট তরুণ প্রজন্ম ক্ষোভে জ্বলে ওঠে। মানবতাবিরোধী অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবি জানায় তারা।

YouTube player

ওই বছরের ৫ ফেব্রুয়ারি শাহবাগে জ্বলে ওঠে প্রতিবাদের স্ফুলিঙ্গ। তরুণ প্রজন্মের পাশাপাশি জেগে ওঠে দেশের সর স্তরের মানুষ। শাহবাগ চত্বরে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। আরব বসন্তের আদলে এ স্ফুলিঙ্গের নাম দেওয়া হয় বাংলা বসন্ত।

আকাশের দিকে তাকিয়ে -মুখ উঁচু করে শ্যামলা ছোটখাটো গড়নের এক তরুণী মাইক্রোফোন হাতে গলার রগ ফুলিয়ে স্লোগানমুখর করেছে শাহবাগ মোড় এলাকা।

লাখো মানুষের উপস্থিতিতে ঘন্টার পর ঘন্টা শ্লোগান দেয়া এই তরুণী বিশ্ব মিডিয়ার শিরোনাম হয় রাতারাতি। পত্রিকার পাতায় ছাপা হয় তার ছবি। টেলিভিশনে শোনানো হয় তার শ্লোগান। সেই সময়ে শাহবাগ চত্বরের স্লোগানকন্যা খেতাব পাওয়া তরুণীর নাম লাকি আক্তার।

ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত লাকি আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতিও হয়েছেন লাকি। বিয়ে করেছেন একই দলের সক্রিয় আরেক কর্মী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সজীবকে। তাদের রয়েছে এক কন্যাসন্তান।

বর্তমানে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতির কেন্দ্রীয় কমিটির সদস্য লাকি। এছাড়া দায়িত্বে আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নারী সেলের কেন্দ্রীয় সদস্য হিসাবে। রাজনীতির বাইরে লাকী আক্তার একটি প্রতিষ্ঠানের হয়ে গবেষণা কর্ম করেন। পাশাপাশি অনুবাদের কাজও করেন ইংরেজী সাহিত্যের ছাত্রী লাকী।

প্রায় ভুলে যেতে বসা গণজাগরণ মঞ্চের সেই লাকী দীর্ঘ ১২ বছর পর আবার শাহবাগে। এবার শ্লোগান নয়- জ্বালাময়ী এক বক্তব্য নিয়ে হাজির হলেন। দেশে বেড়ে যাওয়া নারী- শিশু ধর্ষন, নিপীড়নের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করলেন। তুলে ধরলেন নারী নিপীড়নের নানা কথা।

লাকী আক্তার শুধু নারী নিপীড়নের প্রতিবাদ ও বিচার চেয়ে ক্ষান্ত হয়নি। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসার পাশাপাশি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেন।

এদিকে বুধবার ১২ মার্চ মধ্য রাতে ঢাবির বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থীরা লাকী আক্তারের গ্রেপ্তারের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে।

শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসি এলাকায় জড়ো হন। তাদের অভিযোগ ধর্ষণের বিচারের নামে এই শাহবাগি লাকি আক্তার ১২ বছর পর এসে রাজপথে দাড়াচ্ছে। অথচ এই লাকি আক্তার ফ্যাসিবাদের উত্থান করে মব কালচার শুরু করেছিল। দিল্লির প্রেস্ক্রিপশনে জাতিসংঘের মহাসচিবের ঢাকায় আগমন ও প্রধান উপদেষ্টার চীন সফরকে কেন্দ্র করে লাকি আক্তাররা একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে।

শুধু শিক্ষার্থীরা নয়- রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অপসারণের দাবিতে গড়ে ওঠা ইনকিলাব মঞ্চ লাকী আক্তার ও গণজাগরণ মঞ্চের নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জুলাই পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী লাকী আক্তারদের ঠাঁই হবে না উল্লেখ করে নারী নেত্রী লাকী আক্তারসহ কথিত শাহবাগীদের গ্রেপ্তারের ২৪ ঘন্টার আলটিমেটাম দেন।

২০১৩ সালে লাকী আক্তার ও তার সহযোদ্ধারা যখন রাজপথে নেমেছিল তখনকার প্রেক্ষাপট আর ২০২৫ সালের প্রেক্ষাপট সর্ম্পূন ভিন্ন। গত বছর দেশে গণ আন্দোলনে পাল্টে গেছে রাজনৈতিক প্রেক্ষাপট। এবার লাকীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আর্শিবাদপুষ্ট শিক্ষার্থী, জামায়াত ইসলামী ও হেফাজত ইসলামসহ বিভিন্ন ইসলামপন্থী দল।

এদিকে বুধবার রাজধানীর শাপলা চত্বরের ঘটনায় হেফাজতের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণজাগরণ মঞ্চের সাবেক সমন্বয়ক ইমরান এইচ সরকার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৯জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু ও সাধারণ সম্পাদক মাঈন আহম্মেদ, ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সভাপতি আল আমিন রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি সুমাইয়া শাহিনাসহ ১২ জনের নামে এবং অজ্ঞাত ৭০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এই মামলায় লাকী আক্তারকে গ্রেপ্তার করা হবে কীনা তার জন্য আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা!

বিএনএ/ সৈয়দ সাকিব

Loading


শিরোনাম বিএনএ