33 C
আবহাওয়া
৩:৪২ অপরাহ্ণ - মার্চ ১৩, ২০২৫
Bnanews24.com
Home » দোহাজারীতে বাসচাপায় ভাই-বোনসহ নিহত ৩

দোহাজারীতে বাসচাপায় ভাই-বোনসহ নিহত ৩

দোহাজারীতে বাসচাপায় ভাই-বোনসহ নিহত ৩

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে পূরবী পরিবহনের একটি বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত দুই শিক্ষার্থী আপন ভাই-বোন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামমুখী পূরবী বাসটি একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী ও রিকশাচালক নিহত হন। অপর শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত দুই শিক্ষার্থী দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রী। সকালে কোচিংয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তারা দোহাজারী জামিজুরি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের সন্তান।

নিহতরা হলেন- ওয়াকার উদ্দীন আদিল (১২) ও তার বড় বোন সপ্তম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী (১৫)। নিহত রিকশাচালকের নাম রুহুল আমিন (৪৫)।

এ ঘটনায় নবম শ্রেণির শিক্ষার্থী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫) গুরুতর আহত হয়েছেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সুবরঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পলাতক রয়েছে।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। তারা অভিযোগ করেন, সড়কপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনা বারবার ঘটছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ