23 C
আবহাওয়া
১০:৫৯ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » এবার ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে মিম

এবার ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে মিম

মিম

বিনোদন ডেস্ক: প্রথমবার ধারাবাহিক নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নাদিয়া মিম। নাটকের নাম ‘আলো আঁধার’। পরিচালনা করছেন সঞ্জীব দাশ। এই নাটকে শিউলি সুলতানার চরিত্রে দেখা যাবে তাকে।

নির্মাতা জানিয়েছেন, তীক্ষ্ণ মেধাসম্পন্ন এ মেয়েটির আচার-আচরণ ও ব্যক্তিত্বে শিউলি নামের সার্থকতা খুঁজে পাওয়া যায়। শিউলি ফুলের মতোই সে কোমলমতি একটি মেয়ে। তার যাপিতজীবন নিয়েই এ ধারাবাহিক নাটকের গল্প আবর্তিত হয়েছে।

তিনি আরও বলেন, জীবন বাস্তবতায় যে কিনা নানা চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাত পেরিয়ে প্রতিনিয়ত সোনালি সূর্যের সন্ধান করে চলে। গতকাল থেকে গাজীপুরের পূবাইলের একটি শুটিং স্পটে নাটকের শুটিং করছেন নাদিয়া মিম।

এ নাটক প্রসঙ্গে নাদিয়া মিম বলেন, একজন নারীর প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্পই বলা হয়েছে আমার চরিত্রের মধ্য দিয়ে। এতে অভিনয় করে ভালো লাগছে। কারণ গল্পের কারণেই নাটকটি দর্শকের ভালো লাগবে।

এদিকে নাদিয়া মিম ধারাবাহিক নাটকে তুলনামূলক কম অভিনয় করলেও একখণ্ডের নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ