19 C
আবহাওয়া
১০:০৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব


বিএনএ, ঢাকা: প্রথমবারের মতো দুদিনের সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। সোমবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন। এছাড়া তিনি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের ‘ফরেন অফিস কনসালটেশন’-এফওসি শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হবে। এ আলোচনায় পারস্পরিক স্বার্থের বিষয়গুলোর পাশাপাশি দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা করা হবে।

ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণের পর ঢাকায় এটিই হবে বিনয় মোহন কোয়াত্রার প্রথম দ্বিপক্ষীয় সফর। এর আগে তিনি গত বছর এপ্রিলে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সফরসঙ্গী হিসেবে বাংলাদেশে এসেছিলেন।

বিএনএ/ বিএম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ