বিএনএ, স্পোর্টস ডেস্ক : টেস্টে ১০০ উইকেট প্রাপ্তির মাইলফলক স্পর্শ করলেন মেহেদী হাসান মিরাজ। এ মাইলফলক ছুঁতে দেশের হয়ে রেকর্ড গড়লেন ২৩ বছর বয়সী তারকা।
মিরাজ বাংলাদেশের দ্রুততম ১০০ টেস্ট উইকেট শিকারী। রেকর্ডটি এতদিন ছিল তাইজুল ইসলামের। ২৫ টেস্ট লেগেছিল তার। এ বাঁহাতি স্পিনারের চেয়ে এক টেস্ট কম খেলেই (২৪ ম্যাচ) উইকেটের সেঞ্চুরি করে ফেললেন মিরাজ। চতুর্থ বাংলাদেশি হিসেবে ১০০ উইকেট নিলেন মিরাজ।
শনিবার টেস্টের তৃতীয় দিন উইন্ডিজের দ্বিতীয় ইনিংসে শেন মোসলেকে আউট করার মধ্যে দিয়ে ১০০ উইকেট পূর্ণ করেন ২৩ বছরের এ তরুণ।
প্রথম এ রেকর্ড গড়েন মোহাম্মদ রফিক, এরপর একে একে কীর্তি গড়েন সাকিব আল হাসান, তাইজুল ইসলাম।
বিএনএনিউজ/ এইচ.এম।