22 C
আবহাওয়া
৫:২৮ অপরাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া

রাজধানীতে পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া

রাজধানীতে পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া

বিএনএ, ঢাকা : মুক্তিযুদ্ধে অবদানের জন্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেয়া ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রতিবাদে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষিত কর্মসূচীর দ্বিতীয় দিনের কর্মসূচিকে ঘিরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে, গত বৃহস্পতিবার ( ১১ ফেব্রুয়ারি) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায় সিদ্ধান্তের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তকে রাজনৈতিক অপচেষ্টা আখ্যা দিয়ে এর প্রতিবাদে শনিবার ঢাকাসহ দেশের সব মহানগরে এবং রোববার দেশের সব জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করবে দলটি।

মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয়ভাবে সাবেক রাষ্ট্রপতি ও সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে ‘বীর উত্তম’ খেতাব দেয়া হয়েছিল। গত মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায় সেই খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি বলছে, এটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হয়েছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ