15 C
আবহাওয়া
৯:৩০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

দুর্ঘটনা

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল চালক নুর আহমেদ (৪৫) নামে এক এএসআই নিহত হয়েছেন। শনিবার (১৩ জানুয়ারী) বেলা ১২ টার দিকে কানুরামপুর ত্রিশাল সড়কের মোয়াজ্জেম ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নুর আহমেদ নেত্রকোনা জেলার মদন উপজেলার পুলিহাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি প্রায় তিন বছর যাবত নান্দাইল থানায় এএসআই পদে কর্মরত ছিলেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এএসআই নুর আহমেদ থানা থেকে মোটরসাইকেল যোগে তার বিট এলাকা চর বেতাগৈর যাচ্ছিল। পথিমধ্যে কানুরামপুর ত্রিশাল সড়কের মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় যেতেই বিপরিত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এএসআই নুর আহমেদ মারা যায়। মাইক্রোবাসটি উল্টে রাস্তার পাশে ক্ষেতে পড়ে যায়।

ওসি মো. আব্দুল মজিদ আরও বলেন, ঘটনার পরেই চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/ এইচ.এম /এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ