14 C
আবহাওয়া
৪:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ছোরাসহ আটক ছয়

চট্টগ্রামে ছোরাসহ আটক ছয়

চট্টগ্রামে ছোরাসহ আটক ছয়

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (১২ জানুয়ারি) রাতে নগরীর আকবরশাহ থানাধীন অলঙ্কার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন-শাহ আলম আকন (৩২), আবুল কালাম (৪৭), জাকির হোসেন সাঈদ (৩৬), মো. আল আমিন (২৯), মিজানুর রহমান (৫৩) এবং নাহিদুল ইসলাম ওরফে হারুন (৩১)।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) নোবেল চাকমা জানান, চট্টগ্রাম শহর থেকে মীরসরাইয়ে যাবার পথে সম্প্রতি এক ব্যক্তি এই চক্রের কবলে পড়ে প্রাণ হারান। ওই মামলার ছায়া তদন্তে নেমে চক্রের সদস্যদের শনাক্ত করে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চক্রে ১০ থেকে ১২ জন সদস্য আছে। বাড়ি বরিশাল, বরগুনা ও ঢাকার কেরানিগঞ্জে। তারা ছিনতাই-ডাকাতির উদ্দেশে ঢাকায় এসে মিলিত হয়। এরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস নিয়ে ঘোরাঘুরি করে তারা। পরে যাত্রী তুলে জিম্মি করে ছিনতাই করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ