14 C
আবহাওয়া
৫:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় নিহত ২

সড়ক দুর্ঘটনায়

বিএনএ ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার খাড়েরা বাসস্ট্যান্ড এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাখরনগর গ্রামের মৃত ছাদে আলীর ছেলে কাউসার আলম (৩৫)। তিনি অটোরিকশাটির চালক ছিলেন। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম সংবাদ মাধ্যমকে বলেন, একটি সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি ট্রাক অটোরিকশাটিতে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

বিএনএনিউজ/গোলাম সরোয়ার,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ