30 C
আবহাওয়া
৫:১২ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির ফল প্রকাশ

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির ফল প্রকাশ

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ

বিএনএ: ২০২৩ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাটন টিপে এ লটারি কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা তিনটায় বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাইয়ে লটারি অনুষ্ঠিত হবে।

এই দুই ধরনের মোট ৩ হাজার ৩৯২ শিক্ষাপ্রতিষ্ঠান এবার এ কার্যক্রমে যুক্ত হয়েছে। এর মধ্যে ৫৪০টি সরকারি বিদ্যালয় এবং মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়ে অবস্থিত ২ হাজার ৮৫২টি বেসরকারি বিদ্যালয় এ ভর্তি কার্যক্রমে অংশ নিয়েছে। মোট ৯ লাখ ১২ হাজার ৬৪৪টি আবেদন গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে ৫৪০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ লাখ ৭ হাজার ৮৯টি শূন্য আসনে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হয়। সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য ৬ লাখ ৩৮ হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। আর বেসরকারি বিদ্যালয়গুলোতে আসন আছে ৯ লাখ ২৫ হাজার ৬৬টি। এগুলোর জন্য ২ লাখ ৭৪ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি লটারি
সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি লটারির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, অশুভ প্রতিযোগিতার হাত থেকে শিক্ষার্থীকে মানসিক চাপমুক্ত রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মেধার সমন্বয় করতে লটারিতে ভর্তির ব্যবস্থা নেয়া হয়েছে।

লটারির ফলাফল জানবেন যেভাবে  

দুটি পদ্ধতিতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত ফলাফল জানা যাবে।

পদ্ধতি-১: মোবাইলে

যে কোনো টেলিটক মোবাইল নাম্বার থেকে নিচের ফরমেট এ ১৬২২২ নাম্বারে SMS করুন:

SMS Format: GSA<space> RESULT <space> USERID

পদ্ধতি-২: অনলাইনে ফলাফল পেতে নিচের ওয়েব সাইটে ব্রাউজ করুন-

প্রথম-নবম শ্রেণি পর্যন্ত লটারির ফলাফল

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ