16 C
আবহাওয়া
১১:১৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলের বৈঠক

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলের বৈঠক


বিএনএ, ঢাকা: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে গুলশানে আমেরিকান ক্লাবে এই বৈঠক হয় বলে বিএনপির একটি সূত্র জানায়। বৈঠকটি দুপুর পৌনে ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত চলে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ডেপুটি কাউন্সিলর (পলিটিক্যাল অ্যান্ড ইকনমিক) আরতুরো হাইন্স উপস্থিত ছিলেন। তবে মির্জা ফখরুলের সঙ্গে দলের আর কেউ ছিলেন না বলে জানায় ওই সূত্রটি।

বৈঠকে পিটার হাসকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না।

পরে সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমকে ফখরুল বলেন, পিটার হাসের আমন্ত্রণে তার দূতাবাসে প্রায় এক ঘণ্টা অবস্থান করেছি। এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং নতুন মার্কিন ভিসানীতি নিয়ে আলোচনা হয়েছে।

ফখরুল বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান খুবই পরিষ্কার। বিষয়টি আবারও মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পিটার হাসকে বলেছি- আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না।

পিটার হাসকে ফখরুল আরও বলেন, মার্কিন ভিসানীতি বাংলাদেশের জন্য লজ্জাজনক। যদিও বর্তমান দেশের পরিস্থিতিতে মানুষ এই ভিসানীতিকে স্বাগত জানিয়েছে।

এদিকে বিএনপি নেতাদের সম্মানে ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি বারিধারায় তার বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।

এতে অংশ নেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল। তবে দলের মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা যায়নি।

বিএনএ নিউজ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ